গত ১ মে ফেনী জেলার আওতাধীন ফেনী পৌরসভা ও সদর উপজেলা সহ বিভিন্ন ইউনিটে আহবায়ক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গঠিত কমিটি গুলো অনুমোদন দেয় স্বয়ং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

দীর্ঘদিন পর জেলার গুরুত্বপূর্ণ ইউনিট গুলোকে ঢেলে সাজানোয় সন্তোষ প্রকাশ করে সংগঠনটির জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
তবে শনিবার নবগঠিত কমিটির তালিকা প্রকাশের পর থেকে দাগনভূঞা উপজেলা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানান অপপ্রচার শুরু হয়েছে।
কেন্দ্রীয় কমিটি কর্তৃক এ.কে.এম সাইফুল হক রাজীবকে আহবায়ক ও তৌহিদুল ইসলাম মানিককে সদস্য সচিব করে দাগনভূঁঞা উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হলেও রবিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের তৈরি অন্য আরেকটি কমিটির প্রচারণা চালাচ্ছে পদবঞ্চিতরা।
এতে করে বিভ্রান্তি চড়িয়েছে নেতাকর্মীদের মাঝে। জেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা কমিটি টি অনুমোদন দিয়েছে বলে প্রচারণা চালানো হলেও এমন কিছুই করেননি বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। রবিবার রাতে সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান খোলাসা করেন তারা
জেলা ছাত্রদলের দফতর সম্পাদক সুমন চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন দেওয়া কমিটিই চূড়ান্ত বলে গণ্য হয়েছে। এর বাইরে যারা নিজেদের তৈরি কমিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ও হুশিয়ারি দেওয়া হয় এতে। এছাড়া বিজ্ঞপ্তিতে অপপ্রচারে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হয়।

