কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম এলাকায় বসবাসরত অনেক নিম্মশ্রেণীর মানুষ চলমান লকডাউনে কর্মহীন হয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছে।
হতদরিদ্র অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিলো স্থানীয় কিছু ছাত্রলীগ কর্মী। মানবতার দৃস্টান্ত স্থাপন করা এই ছাত্রলীগ কর্মীরা পেশায় ছাত্র, নেই তাদের কোন আয় তবুও মনোবলের জোরে নিজেদের জমানো টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজির সৃস্টি করলো। ১ম দিনেই তারা কেপিএম এর কলাবাগান এলাকার কর্মহীন হয়ে পড়া অসহায় ১৫ টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ।
এই কার্যক্রমের উদোক্তা কেপিএম এলাকায় বসবাস করা তরুন ছাত্রলীগ কর্মী মোঃ নুর রহমান রাকিব জানান, কেপিএম এলাকায় লকডাউনে কর্মহীন হয়ে অসহায় দিনাতিপাত করছে দিনমজুর সহ বিভিন্ন নিম্মশ্রেণীর মানুষ। যাদের বর্তমান অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। এই বিষয়টি তার হ্রদয়ে নাড়া দিয়েছে এবং সাথে সাথে সে সিন্ধান্ত নেয় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। আর তার এই কার্যক্রমে সহযোগীতা করে তারই সহকর্মী স্থানীয় ছাত্রলীগ কর্মী রেদোয়ান রিয়াজ, লাদেন,মুর্শেদ, পাবেল ও বাপ্পি। এদিকে বিষয়টি কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও মানবিক ছাত্রনেতা আলিব রেজা লিমনকে জানালে তার নির্দেশনায় তারা সকলেই নেমে পড়ে অসহায়দের মানুষ গুলোর পাশে দাঁড়াতে। তাদের কর্মসূচীর ১ম দিনে অসহায় ১৫ টি পরিবারকে সহযোগীতা করা হয়েছে। এবং পর্যায়ক্রমে আরো কিছু অসহায় পরিবারকে সহযোগীতা করবে বলে তারা জানান। তাদের এই কার্যক্রমে সমাজের কিছু সহ্রদয়বান ব্যাক্তি এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সকলের সহযোগীতা পেলে তারা তাদের কার্যক্রম আরো অনেক দুর পর্যন্ত চালিয়ে যেতে পারবে বলে আশা করেন।
এদিকে এই মানবিক ছাত্রলীগ কর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দীন সুমন এবং সাধারন সম্পাদক আলীব রেজা লিমন সহ সিনিয়র নেতাকর্মীরা। এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও সমাজের বিত্তবানরা যেন এই লকডাউনে অসহায়ভাবে বসবাস করা মানুষ গুলোর পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় সেটাই সকলের প্রত্যাশা।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
								                                                                                    
                                    