আগামী সুন্দর স্বপ্নের প্রত্যয়ে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নানা আয়োজনে ফুলপুরে বাংলা ১৪২৯ সালকে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল)সকালে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন বাঙ্গালী সংস্কৃতিকে ধারণ করে নানা সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এর আগে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান খন্ড খন্ড নিজস্ব শোভাযাত্রা নিয়ে আয়োজিত এ বৈশাখী শোভাযাত্রার সাথে মিলিত হয়।
এসময় ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত আবদুল মোতালেব চৌধুরী,ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসাইন,ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

