ময়মনসিংহের তারাকান্দায় ছোট ভাই-বোনের সাথে কানামাছি খেলতে গিয়ে খাট থেকে পড়ে মোস্তাকিন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে গেছে, শুক্রবার সকাল ১১টায় বৃষ্টি থাকায় পঙ্গুয়াই গ্রামের আবু হানিফের পুত্র মোস্তাকিন তার ছোট তিন ভাই-বোনের সাথে চোখ বেঁধে বসত ঘরের খাটের ওপর কানামাছি খেলতে গিয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহত শিশু মোস্তাকিনের মাতা তানিয়া আক্তার জানান,তখন বৃষ্টি থাকায় সে ও তার জাঁ মনি আক্তার রান্না ঘরে রান্না করছিল।
এমন সময় এই ঘটনা ঘটে।মোস্তাকিনের বাবা আবু হানিফ ঢাকা শহরে কাজ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

