ফুলপুরে একটি যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর সাড়ে ৪ টায় ফুলপুর থানা পুলিশের এসআই জাহিদ,আবদুল খালেক ও জহিরুল হক সঙ্গীও ফোর্স বাসস্ট্যান্ড এলাকায় চট্রগ্রাম থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শামীম পরিবহন নামক একটি নাইট কোচ যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারি সহ এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত রমজান(২৪)নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চক লেংগুড়া গ্রামের মৃত গোলাপ জামালের ছেলে।এবং জয় ঘোষ (২১)ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাধানগর গ্রামের সুনীল ঘোষের ছেলে।
এই ভাবে যাত্রীবাহী বাসে গাঁজা উদ্ধারকে ঘিরে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

