ফেনীর দাগনভূঞা উপজেলার কৃর্তি সন্তান সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ আলমগীরসহ এলাকার গুনিজনের স্মরন সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫ টার সময় উপজেলার হীরাপুর লালপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মিজানুর রহমানের সভাপতিত্বে ও নুরুল আবসার মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবাসন প্রকল্পের প্রকৌশলী জাহিদুল ইসলাম সেলিম,মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আরটিভি, দৈনিক যায় যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার,নোয়াখালী এপেক্স ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোঃ আলমগীর, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, চট্টগ্রাম আদালতের পেশকার মোঃ জসিম উদ্দিন বাবলু, মরহুম আলমগীরের ছোটভাই নজরুল ইসলাম দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সালেহ অর্পণ, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক জগলু , বন্ধুর বন্ধনের সহ সভাপতি গোলাম রসুল মেনন, নোয়াখালী আদালতের পেশকার আলাউদ্দিন।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুজ্জামান হেলালী
প্রধান অতিথির বক্তব্য কালে দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, মরহুম আলমগীরের অবদান, ত্যাগ, শ্রম সামাজিক সংগঠনের মাধ্যমে মানবসেবার কর্মকাণ্ডের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে।তার নামে রাস্তা সহ বিভিন্ন সংগঠনের মাঝে স্মরণ করে রাখতে সহযোগিতা করা হবে বলে জানান।

