ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় চার নেতা শ্রদ্ধা নিবেদন ও সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা ছাত্রলীগের সাবেক দুই ছাত্রলীগ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হামিদুল আলম বিপ্লব,সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম,যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক তারাকী বাবুল, বালিয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক মোতালেব দেওয়ান প্রমুখ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, জাতীয় চার নেতাকে হত্যা করে হত্যাকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন ও এদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিতে চেয়েছিল।কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশ নির্মাণে এই চার নেতার যথেষ্ট ভূমিকা রয়েছে।তাই বাঙালি জাতি আজও এই মহান নেতাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।

