মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আল-আনফাল ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ডিসেম্বর শনিবার সকাল ৮টার সময় উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাবিব উল্লাহ জামে মসজিদ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক নাজমুস সাকিব ইব্রাহিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল-আনফাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য ইবনে ফয়সাল জুয়েল।
এই সময় আরো উপস্থিত ছিলেন, আল-আনফাল ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সিদ্দিক, আল-আনফাল ফাউন্ডেশনের সভাপতি আশফাকুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ শাকিল, সাংগঠনিক সম্পাদক আরিফ, কোষাধক্ষ্য নুরুদ্দিন সজিব, সহসম্পাদক মোঃ সুমন , সমাজসেবা সম্পাদক ওসমান ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
								                                                                                    
                                    