ঢাকাFriday , 14 February 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ৪ ইটভাটা গুড়িয়ে দিয়ে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

Link Copied!

 

ফেনীতে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪ ইটভাটা গুড়িয়ে দিয়ে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পুযর্ন্ত ফেনীর -৪ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পৃথক অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব তালুকদার মাইজ বাড়িয়া মেসার্স ইলিয়াছ ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও ইটভাটা আইন অমান্য করে মাটি সংগ্রহ করায় ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।
একইদিন দুপুরে দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার ভূমি শহিদুল আলম, উপজেলার তুলাতলি মেসার্স আর এল বি-১ তে অভিযান চালিয়ে ২য় বারের মতো ৫০হাজার টাকা জরিমানা ও চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা ডাকবাংলা সংলগ্ন সরাজপুর মেসার্স প্রগতি ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
একইদিন বিকেলে ফুলগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার ফুলগাজী উপজেলার মেসার্স জি এম হাট ম্যানু অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও আনন্দ পুর ইউনিয়নে মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি জানান, অধিদপ্তরের পৃথক টিম ফেনীর জেলার ৪টি উপজেলায় সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) মহোদয়গণের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) এর ধারা অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় এবং অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করায় ৪ টি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দিয়ে ২লাখ টাকা জরিমানা ও ১টি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!