ফুলপুরে দেবর ভাবীর পরকীয়া দ্বন্দ্বে ইকবাল হোসেনকে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
এ সময় ইকবাল হত্যায় জড়িতদের গ্রেফতার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।হত্যাকাণ্ডের ৫ দিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেছেন তারা।
মানববন্ধনে এলাকাবাসী হারুন আলী,ও নিহতের ভাই রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,‘এই খুনিদের বিচার চাই।আজ ৫ দিন অতিবাহিত হয়ে গেছে।অথচ পুলিশ এখনো কোনো আসামিদের গ্রেফতার করতে পারেনি। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে ফাঁসি দেয়ার দাবি জানাচ্ছি।’
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করে চলে যান
উল্লেখ্য,গত ১৮ অক্টোবর রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুরে দেবর ভাবীর পরকীয়া দ্বন্দ্বে দুইজনকে কুপিয়ে আহত করলে হাসপাতালে ইকবাল হোসেন (২৬) মারা যান,এই ঘটনায় নিহতের ভাতিজা রেজাউল ইসলাম (২২) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এ ব্যাপারে নিহতের মা শেফালী আক্তার বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                