বিএনপির ৩১ দফার জনমতের লক্ষ্যে গণমিছিল যেন তারাকান্দার রাজপথে আশার ঢেউ উঠেছে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রাষ্ট্র মেরামতের বার্তা হৃদয়ে ধারণ করে হাজার হাজার জনতার জোয়ার ছুটে এসেছে—এই বার্তা যেন গণতন্ত্রের আলোয় আলোকিত এক সোনালী ভোরের প্রতিশ্রুতি।
ময়মনসিংহ -২ আসনের মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গনমিছিলে জনতার উচ্ছ্বাস যেন গণতন্ত্রের প্রত্যয়ে মুখরিত হয়ে উঠেছে—তাঁর হাতে ধরা লিফলেটগুলো যেন নাগরিক অধিকারের অগ্নিস্ফুলিঙ্গ,যা পথচারী, দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হৃদয়ে জাগিয়ে তুলেছে ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন।
জনতার ঢল যেন এই বার্তার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তারাকান্দার এই জনস্রোত যেন প্রত্যয় বহন করছে,ধানের শীষের পতাকা উড়িয়ে।
স্লোগানে শ্লোগানে গণমিছিল যেন রূপ নেয় এক মহাযজ্ঞে, হাজারো মানুষের সমাগমে তারাকান্দার রাজপথ হয়ে উঠে আশার মিলনমেলা—যা তারাকান্দার মাটিকে কাঁপিয়ে তুলেছে আশার অঙ্কুরে।গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তার কণ্ঠে ধ্বনিত হয়েছে বিএনপির অটল প্রত্যয়,
তিনি আজীবন ফুলপুর তারাকান্দা বাসীর সুখে দুঃখে থাকবেন বলে উল্লেখ করেন।তার এমন বার্তায় জনতার হৃদয়ে জেগে উঠেছে বিপ্লবের স্ফুলিঙ্গ।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                 
                                 
                                