ঢাকাThursday , 18 December 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসে প্রবাস মেলা

Link Copied!

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফেনীতে প্রবাস মেলা হয়েছে। “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শহরতলীর কাশিমপুরে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক যৌথভাবে এ আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফতিমা সুলতানা প্রধান অতিথি থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সাইদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম। রামরু জেলা ম্যানেজার কাজী সুমাইয়া আক্তার সাফার পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দিদার মিয়া। বক্তব্য রাখেন প্রত্যাগত অভিভাসী মো: আবু ইউসুফ। এছাড়া প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মো: জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাজেদা আক্তার শিফা, মো’ শারাফাত আমিন, জাহিদ হাসানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী উম্মে আয়েশা নুর তাসমিয়া, মেহেদী হাসান মাসুককে সহায়তা চেক প্রদান করা হয়।

ফতিমা সুলতানা বলেন, ফেনীর প্রায় ৮শতাংশ লোক প্রবাসে থাকেন। মেকানিক্যাল, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়া প্রয়েজন। অনেকে প্রশিক্ষণ ছাড়াই ফ্রি ভিসায় বিদেশ যাচ্ছে। দক্ষতার বিকল্প নেই। ওয়েল্ডিং, প্লাম্বিং, ড্রাইভিং সহ বিভিন্ন বিষয়ে দক্ষ হলে ভালো করার সুযোগ রয়েছে। এছাড়া হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকে টাকা পাঠাতে উৎসাহিত করেন তিনি।

মেলা প্রাঙ্গনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ছাড়াও এনজিও প্রত্যাশী ও রামরু স্টল অংশ নেয়। অন্যদিকে আবুল খায়ের গ্রুপ, স্টার লাইন স্পেশালাইজত হাসপাতাল, সেলিম ইলেকট্রিক ওয়ার্কস, স্টার লাইন ফুড প্রোডাক্টস, এম কে আলম ওয়ারিং হাউজ, মেসার্স শাহজাহান ইলেকট্রিক ওয়ারিং, স্টার লাইন মেজর ফ্লাওয়ার, উপায় জব ফেয়ার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!