ঢাকাTuesday , 4 August 2020
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের নাটক ‘ফ্রোজেন কার’

Link Copied!

জয়নাল লাশবাহী ফ্রোজেন গাড়ির ড্রাইভার। দীর্ঘ পঁচিশ বছর ধরে মৃত লাশ ফ্রোজেন গাড়িতে করে বাড়ি বাড়ি পৌঁছে দেয় সে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া রবিউল নামের একজনের লাশ পৌঁছে দেওয়ার কাজ পায় জয়নাল। প্রতিদিনকার মত লাশ নিয়ে মহাসড়কের রাস্তা ধরে গাড়ি ছোটায়। কিন্তু হঠাৎ গাড়ির ভেতর থেকে শব্দ শুনতে পেলে শব্দের উৎস খুঁজতেই জয়নাল শুনতে পায় একটি কন্ঠ। যে কন্ঠ দড়জা খুলতে বলছে! আর কন্ঠটা আসছে সেখান থেকেই যেখানে লাশ ফ্রোজেন করে রাখা হয়েছে। এভাবেই ‘ফ্রোজেন কার’ নাটকের গল্প অনিশ্চিত, গা শিরশির করা অনুভূতি ছড়িয়ে সামনের দিকে এগিয়ে যায়।

নাটকটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাজনুন মিজান, বর্দা মিঠু সহ আরও অনেকে। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মেধাবী পরিচালক মারুফ হোসেন সজীব ও চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ। নাটক প্রসঙ্গে আজাদ আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রায় দুই বছর আগে নাটকটিতে কাজ করেছিলাম। চমৎকার একটি গল্প। তাছাড়া সজীব ও তার টিম খুব মনোযোগ দিয়ে কাজটা করেছে। আশা করি সবার ভালো লাগবে।
ঈদের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার রাত নয়টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ‘ফ্রোজেন কার’ নাটকটি। মাজনুন মিজান বলেন, বর্তমান সময়ে যে ধরনের নাটক হয়, এ নাটকটা সে ধারণার বাহিরের নাটক। যেখানে গল্পই হল মূল শক্তি। যা দর্শকদের অন্য ধরনের এক অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যেয়ে অন্যরকম এক ভালো লাগার পরশে ডুবাবে বলেই আমার বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!