গত বুধবার ফেনীর কয়েকটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে আল-বারাকা হসপিটালে নার্স দিয়ে সিজার শীর্ষক সংবাদ আমাদের গোচর হয়েছে।
উক্ত সংবাদে সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসক বরাবরের দাগনভুঁয়া উপজেলার রাজপুর ইউনিয়নের রোগী মেহের আফরোজ শাওন এর পিতা যে অভিযোগ দাখিল করেছে তা সত্য নয়।প্রকৃত ঘটনা হচ্ছে ০৭ অক্টোবর ২০২০ খ্রি.বিকাল অত্র হাসপাতালে ভর্তি করা হলে ০১ঘন্টার পরই রোগীর নরমাল ডেলিভারী হয়।এতে ডেলিভারীর সময় বিশেষ অঙ্গে একটু ছিঁড়ে যায় যা নরমাল ডেলিভারীর ক্ষেত্রে প্রায়ই ঘটে।এতে রোগীর ২টা সেলাই দেয়া হয়।পরদিন রোগী সুস্থ থাকায় চাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্রের নির্দেশনা না মানায় রোগীর সেলাইর স্থানে ইনফেকশন হয়। প্রায় ০১ মাস পর উক্ত রোগী ফলোআপের জন্য ডাঃ ফাহমিদা ইয়াসমিন এর কাছে আসলে ডাক্তার চিকিৎসা প্রদান করেন। উক্ত রোগীর পিতাকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিথ্যা প্ররোচনা দিয়ে হাসপাতালের সুনাম ক্ষন্ন করতে ফেনী জেলা প্রশাসন ও সিভিল সার্জন বরাবরে একটি মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন জানান ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী হাসপাতালের রোগী হয়রানী করা হয়নি ও রোগীকে সিজার করা হয়নি। এ ধরনের মিথ্যা ঘটনায় জন সাধারণকে বিভ্রান্ত না হতে তিনি অনুরোধ করেন।

