ঢাকাMonday , 30 November 2020
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর দাগনভূঞায় কলেজ ছাত্রকে অপহরণ পর পিটিয়ে হত্যার অভিযোগ।

Link Copied!

দাগনভূঞায় অপহরণের পর এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে।এই ঘটনায় ফেনী মড়েল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলমগীর হোসেন।

সামিউল আলম সামি(১৮) দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলার হীরাপুর গ্রামের মুজিবু মুন্সী বাড়ির আফ্রিকা প্রবাসী ইলিয়াছের পুত্র।

সামির খালতো ভাই মোহাম্মদ আলমগীর জানান,গত (২৭নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় সামিকে দাগনভূঞা পৌর শহরের আমান উল্যাহপুরের ছকিনা ম্যানশনের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে ফেনীর বিসীকে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।সেখানে সেন্ট্রাল হাসপাতালের সামনে তাকে এলোপাথাড়ি মারধর করে ফেলে যায়।পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্ত শেষে রবিবার (২৯নভেম্বর)বাদ এশা জানাজা শেষে দাগনভূঞা পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

প্রেম ঘটিত কারণে এই ঘটনা ঘটতে পারে ধারনা কারছেন ফেনী মড়েল থানার ওসি মোহাম্মদ আলমগীর ।তিনি জানান এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা যাবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!