 
    
ফুলপুর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম(মোতালেব দেওয়ান)

সত্যের অনুসন্ধান পত্রিকায় পাঠানো এক প্রেস বার্তায় তিনি ৯ নং বালিয়া ইউনিয়নের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক,নতুন বছর নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি-এ প্রত্যাশা করি।’
বিগত বছরের দুঃখ-বেদনা,ব্যর্থতা-মালিন্য পিছনে ফেলে সকলকে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানাই।একই সাথে আগামী দিনগুলোতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৯ নং বালিয়া ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন ও কাঙ্খীত সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করি।
পুরনো বছরের হতাশা,দুঃখ,অবসাদ ধুয়ে যাক এই আমার কামনা।সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।শুভ নববর্ষ।রইল নববর্ষের একরাশ শুভেচ্ছা।
শুভেচ্ছায়,
রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান, সাবেক সফল;চেয়ারম্যান ৯ নং বালিয়া ইউনিয়ন।প্রধান শিক্ষক জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়।সাবেক সভাপতি কাঁইচাঁপুর সিনিয়র আলিম মাদ্রাসা সদস্য ফুলপুর উপজেলা আওয়ামী লীগ