নিউজ ডেস্ক >>
চাঁদপুরে একটি হ’ত্যা মা’মলায় ২০ বছরের মতো কা’রাভোগ করার পর,আদালতে নির্দোষ প্রমাণিত হয় শতবর্ষী এক না’রী -অহিদুন্নেসা।
তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর ছা’ড়া পেয়েছেন কাশিমপুর জে’ল থেকে।
কারা কর্তৃপক্ষ বলছে,ছাড়া পাওয়ার সময় যারা তার মুক্তির জন্য ভূমিকা রেখেছেন,অহিদুন্নেসা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কাশিমপুর ম’হিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কা’রাগারের ভেতরেই মা’রা যেতে হয় কিনা এরকম একটা বিষয় তার মাথায় সবসময় কাজ করতো।
যেহেতু তার অনেক বয়স হয়েছিলো, তার চলাফেরায় অসুবিধা হতো,কিন্তু মু’ক্তি পাওয়ার আগেই দৃ’ষ্টিশক্তি প্রায় পুরোটাই হা’রিয়ে ফেলেছেন অহিদুন্নেসা। জে’লে থাকা অবস্থাতেই স্বামী ও এক সন্তানকে হা’রিয়েছেন। তবে মৃ’ত্যুর আগে অন্তত মু’ক্তির স্বাদ পেলেন।
আমার সোনার বাংলাদেশে অহিদুন্নেসার মতো হাজারো নি’রীহ মানুষ কে মি’থ্যা মামলা দিয়ে প্রতিদিনেই ফাঁ’সানো হয়। এর জন্য দায়ী যারা তদন্ত করেন ও বাদি তাদের কি পরে কোন শা’স্তি হয় ?

