আসন্ন দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনে অবাদ সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন দাগনভুঁঞার সর্বস্তরের প্রশাসন।
পৌর নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি- জাতীয় পার্টি সহ সকল প্রার্থীরা ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চাচ্ছেন, মাইকিং ও লিফলেট, পোস্টারের মাধ্যমে দাগনভূঁঞাতে সব ধরণের নির্বাচনি প্রচার প্রসারণ চালিয়ে যাচ্ছে। দুই একটি নিরবিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকলেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
দাগনভূঁঞা পৌরসভার সাধারণ জনগণ মনে করেন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া তৈরি হলে আমরা উপস্থিত থেকে আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের যোগ্য প্রার্থী কে বেচে নিবো।
দাগনভুঁঞা থানার এ এস আই দেলোয়ার জানান নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্য আমাদের পাঁচ স্তরের প্রশাসন মাঠে রয়েছে,সব ধরণের নিরাপত্তা প্রক্রিয়া সম্পুর্ন হয়েছে।
অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি, প্রতিনিয়ত আমার অফিসার গণ সকল ওয়ার্ডে মনিটরিং করে যাচ্ছে, কোন প্রকার অনিয়মের সুযোগ দেয়া হবে না। আমাদের পাঁচ স্তরের প্রশাসন মাঠে রয়েছে। কেউ নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা সংগঠিত করতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

