ফেনীর দাগনভূঁঞায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জাফর উল্লাহ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে পৌর শহরের তৈয়ব মার্কেটেস্থ দাগনভূঞা ট্রাভেলস এন্ড ট্যুরস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাফর দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। দাগনভূঁঞা থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল হোসেন জানান,গ্রেফতারকৃত জাফরের বিরুদ্ধে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলায় ওয়ারেন্ট রয়েছে।
সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলো।মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
আ
এছাড়াও জাফর উল্লাহর বিরুদ্ধে তথ্য গোপন করে বহুবিবাহের অভিযোগ রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

