ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামের বদরুন্নেছা স্কুলের পাশে অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা।
ফেনীস্থ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক মাে. জুনায়েদ জাহেদী জানান, গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাগনভূঞার বদরুন্নেছা স্কুলের পাশে দালাল বাড়ী রােড সােহেল ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে রােববার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় আজিজুর রহমান সাকিব (২৩) ও মাে. শাহ আলম (৩০) কে আটক করা হয়। তারা দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামের বাসিন্দা।
আটককৃতদের সাথে থাকা কমলা রংয়ের শপিং ব্যাগ তল্লাশী করে সাদা কসটেপ মােড়ানাে ট্রান্সটেক সেল্ফ ব্যালাষ্টেড ল্যাম্প এর প্যাকেট থেকে একটি বিদেশী রিভলবারসহ তিনটি মােবাইল উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আজিজুর রহমানের বিরুদ্ধে দাগনভূঞা থানায় একটি মাদক ও একটি পেনাল কোড আইনে মামলা, শাহ আলমের বিরুদ্ধে দাগনভূঞা থানায় একটি অস্ত্র মামলাসহ দুইটি মাদক মামলা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাগনভূঞা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

