নোয়াখালীর কোম্পানিগঞ্জে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এর প্রতিবাদে সোমবার সকাল দশটায় দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচির সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দেশটিভির ফেনী প্রতিনিধি ফরিদ উদ্দিন আত্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াসিন সুমন ও এম এ তাহের পন্ডিত।
এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়াসিন রনি, সোহেল, তুহিন, মোকাররম বিল্লাহ, আযহার, রবিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন,পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত সাংবাদিকদের মামলা,হামলা ও হত্যার মতো ঘটনা ঘটছে যার পুনরাবৃত্তি ঘটেছে নোয়াখালীতে। তিনি বলেন,মুজাক্কির এর রক্তের দাগ শুকানোর আগেই খুনিদের গ্রেফতার করতে হবে।

