পরশুরামের বক্সমাহমুদ বাজারে আগুনে পুড়ে গেছে ১৬ দোকান।রবিবার দিবাগত রাত ৩ টায় আগুনের সূত্রপাত হয়।
বাজারের জিরো পয়েন্ট থেকে মসজিদ রোডে ভয়াবহ এ অগ্নিকান্ডে মামুন মেম্বারের দোকান, রুমনের বাহার ফার্মেসি, কালুর ধান দোকান, জসিম পাটোয়ারির দোকান, রতন ডাক্তারের ফার্মেসি, ছতু মিয়ার ফার্নিচার দোকান, কাদেরের মুদি দোকান, খায়েরের মুদি দোকান, তাপসের মুদি দোকান, রাজুর মুদি দোকান, কবির সওদাগরের মুদি দোকান, আদি নারায়ন স্বর্ণ দোকান, সুনিলের মুদি দোকান, রফিকের পান দোকান, অহিদ মাষ্টারের কাপড় দোকানসহ প্রায় ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস এর পরশুরাম ও ফুলগাজী দু’টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
একটি মার্কেটের মালিক আবুল কালাম আজাদ জানান,আগুনে যখন সব পুড়ছিল,আমি দাড়িয়ে দেখছিলাম। কিভাবে আগুনের সূত্রপাত হলো বলতে পারছিনা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

