নিজস্ব প্রতিনিধি>>>
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য ফেনী জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

জেলার ৬ উপজেলা চেয়ারম্যানদের মধ্যে বাছাই করে দিদারকে শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত করা হয়। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুইবার চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
দিদারুল কবির রতন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

