ঢাকাSaturday , 14 December 2019
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে আসাফো’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন-সত্যের অনুসন্ধান

nazim chowdhury
December 14, 2019 1:28 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মহিপাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসাফো ফেনী জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ফজলুল করিম আরিফ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক।

আসাফো ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এন নবী সঞ্চালনায় বক্তব্য রাখেন- আসাফো ফেনী জেলা শাখার সহ-সভাপতি ডা. ফারুক, যুগ্ন-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ ও আব্বাস উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল উদ্দিন রিমন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আসাফো’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী রাজাঝির দিঘীর পাড়স্থ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান সংগঠনের সভাপতি, সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ এবং শহরের এক বর্ণাঢ্য র‌্যালী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!