ঢাকাTuesday , 11 May 2021
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ এবং আহত ৪

Link Copied!

ফেনীর রাজাপুরে সিএনজি অটোরিক্সা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তারিকুল ইসলাম সম্রাট (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আহত হয়েছে চারজন।

সোমবার (১০মে) বিকেলে ফেনী-সোনাইমুড়ি সড়কের রাজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলে অটোরিক্সার যাত্রী ছিলেন। নিহত সম্রাট ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া পাটোয়ারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ডিসেন্ট ফার্মার বিপনন কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনী-সোনাইমুড়ি সড়কের দাগনভূঞা উপজেলার রাজপুর এলাকায় কোরেশমুন্সী থেকে ফেনীমুখী যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দূমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিক্সার ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত মো. সাব্বির, মো. আইয়ুব আলী, মারহাজান বেগম ও রহিমা খাতুনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কোরেশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!