ফেনীর রাজাপুরে সিএনজি অটোরিক্সা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তারিকুল ইসলাম সম্রাট (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আহত হয়েছে চারজন।
সোমবার (১০মে) বিকেলে ফেনী-সোনাইমুড়ি সড়কের রাজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলে অটোরিক্সার যাত্রী ছিলেন। নিহত সম্রাট ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া পাটোয়ারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ডিসেন্ট ফার্মার বিপনন কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনী-সোনাইমুড়ি সড়কের দাগনভূঞা উপজেলার রাজপুর এলাকায় কোরেশমুন্সী থেকে ফেনীমুখী যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দূমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিক্সার ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত মো. সাব্বির, মো. আইয়ুব আলী, মারহাজান বেগম ও রহিমা খাতুনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কোরেশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

