
ফেনীর দাগনভূঁঞায় ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রমজান আলী শাহিন (৩৩) নামের এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মে) রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে দাগনভূঁঞা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে রবিবার (২৩ মে) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।গ্রেফতারকৃত শিক্ষক দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগোবিন্দ গ্রামের ওয়াহেদ মিঝি বাড়ির হারিফ আহাম্মদের ছেলে। তিনি উত্তর বারাহী গোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভূক্তভোগী কিশোরীর পরিবার জানায়, ২২ মে শনিবার দুপুরের দিকে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে শাহিন। তাৎক্ষণিক কিশোরী জোরপূর্বক ঘর থেকে বের হয়ে ঘটনাটি লোকজনকে জানান। এর আগে বিগত বছরের ২৩ আগস্ট বাড়ির পাশে বাগানে নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষন করে ওই শিক্ষক। তৎকালীন সময়ে মান সম্মানের ভয়ে পরিবারের কেউ মুখ খুলেনি।
স্থানীয় জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, ঘটনাটি শুনেই তাৎক্ষণিক রাত ১২টার দিকে আমি ভিকটিমের বাড়িতে যাই। ভিকটিম ও আশপাশের লোকজনের সাথে কথা বলে ঘটনাটি সত্য মনে হয়েছে। আমরা সবাই এর বিচার চাই।
দাগনভূঁঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।