নিজস্ব প্রতিনিধি >>>
ফেনী শহরের ট্রাংক রোডের খেজুর চত্ত্বর এলাকায় সুমন নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। তার কাছ থেকে একটি চাকু ও আদায়কৃত চাঁদার টাকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রজানায়, খেজুর চত্ত্বর সংলগ্ন শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মিষ্টি ছায়া ফুডের সামনে সুমন নামের এক ব্যক্তি সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বেলা ১২টার দিকে র্যাবের একটি দল ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে আরো ৪/৫ জন পালিয়ে যায়। সুমনের পকেট থেকে একটি চাকু ও আদায়কৃত চাঁদার ৫ হাজার ৩৫ টাকা উদ্ধার করা হয়। সুমন ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত ছালেহ আহম্মদের ছেলে।
র্যাবের জিজ্ঞাসাবাদে সুমন চাঁদা আদায়ে জড়িত অপরাপর কয়েকজনের নাম প্রকাশ করে। এদের মধ্যে খাজুরিয়া এলাকার রিপন, ধর্মপুর ইউনিয়নের মো: আইয়ুব নাম জানা গেছে।

ফেনীস্থ র্যাব-৭ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো: নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃত সুমন ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

