শহর প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আয়োজনে ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার বিকেলে ফেনীর অতিথি চাইনিজ রেষ্টুরেন্টে মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে “মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক জাতীয় সেমিনার” সংস্থার কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল ও বিশেষ অতিথি সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রেন্সিপাল নিতাই চরণ ভূমিক, নোয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার হায়দার চৌধুরী,ফেনী ল” কলেজের অধ্যক্ষ এ.কে.এম মাজহারুল চৌধুরী রাশেদ।
নোয়াখালী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরুল আজিম মোহাম্মদ সেলিম চৌধুরী কে সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে মানবাধিকার শান্তি পদক-২০১৯ প্রদান করেন ।

