করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৬জুলাই মঙ্গলবার সকালে মতিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড়ে দরিদ্র, দুস্থ ও কর্মহীন ৩০০ পরিবারের মাঝে খাদ্য (চাল, ডাল, আলু, তৈল) সামগ্রী বিতরণ করেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু।
ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের মাধ্যমে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেন। লকডাউনের কারনে কর্মহীন অসহায় মানুষ গুলো মানবেতর জীবন যাপন করছে, তাদের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

