
ময়মনসিংহের ফুলপুরে উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
১১ জুলাই শনিবার উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝে এ ত্রান বিতরন করা হয়।অসহায় বন্যা কবলিতদের ত্রাণ নিশ্চিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন ইউএনও শীতেষ চন্দ্র সরকার।থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য যে,ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন।বিশেষ করে গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন গৃহস্তরা।
এসব এলাকার রোপা আমন ধানের বীজতলাও পানিতে নিমজ্জিত।এবং কাঁচা ঘর,ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।ভেসে গেছে পুকুরের মাছ।