ঢাকাSaturday , 14 December 2019
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ধর্ষ‌ণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী‌র সন্তান প্রসব

nazim chowdhury
December 14, 2019 9:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ব‌রিশালের বা‌কেরগ‌ঞ্জে ধর্ষ‌ণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী‌ শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের সিজা‌রের মাধ্যমে এক‌টি কন্যা সন্তান প্রসব ক‌রে‌ছে।

শনিবার দুপুর ১২ টার দি‌কে শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ওটি‌তে সিজা‌রের মাধ্যমে কন্যা সন্তান প্রসব ক‌রে ওই শিশু।
চি‌কিৎসক জানান, শিশু এবং তার মা দুজ‌নেই ঝুঁকিতে র‌য়ে‌ছে। শিশু‌টি‌কে নিবির পর্যবেক্ষণ কে‌ন্দ্রে রাখা হ‌চ্ছে। আর শিশু মা‌য়ের চি‌কিৎসায় নেয়া হ‌চ্ছে স‌র্বোচ্চ ব্যবস্থা।
এর আগে ব‌রিশা‌লের জেলা প্রশাসক শিশু‌টির সা‌থে দেখা ক‌রে তা‌কে ১০ হাজার টাকা প্রদান ক‌রেন এবং আইনগতভা‌বে সহায়তা করার আশ্বাস দেন। ব‌রিশাল সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দেক আব্দুল্লাহ ৫০ হাজার এবং হাসপাতালের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন ১০ হাজার টাকা প্রদান ক‌রেন।
উল্লেখ্য, ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের ভোজমহল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হ‌য়ে পরায় ১০ ডিসেম্বর শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এ ঘটনায় মামলা হ‌লেও স্থানীয়‌দের চা‌পে প্রকৃত‌ দোষী‌দের আসামী করা যায়‌নি ব‌লে অভি‌যোগ নির্যা‌তিতার।
বিষয়‌টি সময় সংবা‌দে প্রকা‌শের পর ১৩ ডি‌সেম্বর প্রচা‌রের পর এসপি, ডি‌সি এবং প‌রিচালক শিশু‌টির কা‌ছে যান এবং সহায়তার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!