করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজনকে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, গরীব কৃষকের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া, মাস্ক- স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সহায়তার পাশাপাশি রান্না করা খাবারও তুলে দিচ্ছে ফেনী জেলা যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের পরামর্শে করোনার শুরু থেকেই নানা মানবিক কর্মসূচি নিয়ে অসহায় লোকজনের পাশে রয়েছে জেলা যুবলীগ।
মানবিক এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে দাগনভূঞার বাদামতলী আশ্রয়ণ প্রকল্প ও এর আশেপাশের ছয় শতাধিক গরীব-অসহায় লোকজনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তরুণ ব্যবসায়ী ও সংগঠক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব উপস্থিত থেকে লোকজনের হাতে খাবার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা যুবলীগের সভাপতি স্থানীয় ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আহম্মদ উল্যাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

