তিঁনি মানুষকে স্বল্প অর্থে বা বিনা ঔষধে ঘরোয়া ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণে অনেকটাই প্রস্তুত করে তোলার মতো উদ্যোগ গ্রহণ করে চলেছেন I
তার পরামর্শে হাজারো মানুষ প্রতিক্রিয়াযাত মেডিসিন থেকে নিজেকে গুটিয়ে, প্রাকৃতিক নিয়মে রোগ নিরসনে উৎসাহিত হচ্ছে।
এমতাবস্থায় তাঁর অনুশীলনকে প্রশ্নবিদ্ধ করতে তাঁর চলার পথকে থামিয়ে দিতে অনেক দীর্ঘদিন ধরে চলে আসা চিকিৎসকদের শোষণের পথকে অবারিত ধরে রাখার ঘৃণিত প্রয়াস বলে মনে করি
ডাঃ জাহাঙ্গীর কবির শুধু ডাক্তারই নয় তিনি একজন মানবিক চিকিৎসক, ভার্চুয়াল জগতে ফ্রিতে চিকিৎসা সেবা পেয়ে হাজারো মানুষ নিজের লাইফস্টাইল সাজিয়েছে।
কেননা সাধারণ মানুষকে মুরগী বানিয়ে অর্থ আত্মসাতের পথটা যে বন্ধ হওয়ার পথে, তাইতো গণমানুষের ডাক্তার জাহাঙ্গীর কবিরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডাঃ জাহাঙ্গীর স্যারের প্রতি আমার ছোট অনুরোধ এসব নীতিজ্ঞানবর্জীত কসাই খ্যাত চিকিৎসকদের কথায় কান না দিয়ে আপনার মিশন চালিয়ে যান, আপনাকে গণমানুষ ভালোবাসে, আপানাতেই গণমানুষের আস্থা, আপনার জন্য শুভকামনা রইল, আল্লাহ আপনাকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুক।
[ইমাম ফারাবী ]

