
ফেনীর দাগনভূঞায়ার কোরাইশমুন্সী বাজারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগের দায়ে ফার্মেসি ও মুদি দোকানের ২২ হাজার টাকা জরিমানা।
বুধবার(১৫ সেপ্টেম্বর) দাগনভূঞায় কোরাইশমুন্সী বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় এক ফার্মেসীসহ ৪ প্রতিষ্ঠানের ২২ হাজার টাকা জরিমানা আরোপ করেন ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।
এসময় ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অন্যান্য দোকানগুলোকে মূল্য তালিকা হালনাগাদ করার নির্দেশ প্রদান করেন।
অভিযান চলাকালে ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমাকে সহয়তা করেন দাগুনভূঞা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস ।