
ফেনীর দাগনভূঁঞায় পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে দাগনভূঁঞা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযানে উপজেলার বরইয়া গ্রাম ও শরীফপুরে অভিযান চালিয়ে শরিয়ত উল্যাহ নামের দশদিনের সাজাপ্রাপ্ত এক আসামী ও মোঃ সেলিম নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত আরেক আসামীকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম।গ্রেফতারকৃতদের মধ্যে শরিয়ত উল্যাহ উপজেলার উত্তর বরইয়ার রস্তুম আলীর ছেলে।ও মোঃ সেলিম উপজেলার শরীফপুর এলাকার খুরশিদ আলমের ছেলে।