ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী দেবিপুর এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই সহোদর ভাই নিহত হয়েছে। গুরতর আহত হয়েছেন আরও দু’জন।
নিহতরা হলো প্রবাসী তুষার (৪০) ও তার ভাই চট্টগ্রামরে মিরসরাই সসরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী বিপ্লব (৩২)। এছাড়া প্রনব (১১) এবং গাড়ি চালত সাজ্জাদ এ সময় গুরতর আহত হয়েছে।
নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানানো হয়েছে। তারা দু জনই চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে। জানা যায়, ঢাকায় চিকিৎসা গ্রহণ করার জন্য গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার সময় এ দূর্ঘটনাটি ঘটে।
গুরতর আহত দু জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন সড়ক দূর্ঘটনায় ২ জন নিহতের খবর নিশ্চিত করেন।

