ফেনী দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন শপথ গ্রহণ করেছেন।
রোববার (২০ ফেব্রুয়ারী) বিকালে ফেনী জেলা প্রশাসক মো.আবু সেলিম মাহমুদ উল হাসান নিজ কার্যালয়ে তাঁকে শপথ বাক্য পড়ান।
স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,নির্বাহীকর্মকর্তা নাহিদা আক্তার, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

