সবজি ফসলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা,পরিবেশ বান্ধব কৃষি ও নিরাপদ খাদ্যের জন্য নোয়াখালীর কোম্পানীগঞ্জে বড় বাড়ী পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কৃষি মন্ত্রনালয়ের আয়োজনে আইপিএম কৃষক মাঠ স্কুলের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল ৩ টায় সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর হাজী আলী আকবর স্বতন্ত্র এবতেদায়ী ও নূরানী মাদ্রাসা মাঠে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল আফছার পলাশের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন।
উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কিশোরগঞ্জ জেলার সভাপতি আব্বাস উদ্দিন,কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল,বসুরহাট পৌরসভা শাখার সভাপতি কামাল হোসেন লিংকন প্রমূখ।
আইপিএম কৃষক মাঠ স্কুলে আগত কৃষকদেরকে
জৈবিক ব্যবস্থাপনা,বালাই সহনশীল জাতের চাষ,আধুনিক চাষাবাদ পদ্ধতি,যান্ত্রিক ব্যবস্থাপনা,বালাইনাশকের যুক্তিসঙ্গত ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
								                                                                                    
                                    