
ময়মনসিংহের তারাকান্দায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী উপমহাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার তারাকান্দা উপজেলা যুবলীগের আয়োজনে স্থানীয় আওয়ামীলীগ কার্যলয়ে এক আলোচনা সভা যুবলীগের আহব্বায়ক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তারাকান্দা উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ বিপ্লব হোসেন চৌধুরীর সঞ্চালনাায় আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ,প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মোনাজাত পরিচালনা করেন,তারাকান্দা থানা জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মাওলানা মোঃজহিরুল হক।