মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের দুই বিজেপি নেতার বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে মিছিল ও সমাবেশ করেছে বওলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১১ জুন) সকালে কলেজের মসজিদের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস ও বওলা বাজার প্রদক্ষিণ করেন।
বিশ্ব নবীর অপমান,সইবে নারে মুসলমান’, নূপুর শর্মার বিচার চাই’-“ভারতীয় পণ্য,বয়কট,বয়কট’,‘সহ শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে মিছিলে।
শিক্ষার্থীরা জানান আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে,এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে।আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়।
এসময় তারা ভারতীয় পণ্য বয়কটেরও আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

