ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার ১৪ জুন সকাল ছয়টায় উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক সাখাওয়াত হোসেন খান (৪৭)উপজেলার রামাসোনা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পুত্র,তিনি রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাবেক সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।
পুলিশি সূত্রে জানা যায়,নিজের বসত ঘরের কিছু দূরে তার সেচ পাম্পে বিদ্যুতের লাইন লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুবরণ করেন তিনি।নিহতের মা তাকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে নিহত শিক্ষক সাখাওয়াত হোসেনের এর বাম হাতে বিদ্যুতের তার জড়ানো দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাড়ীর লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানান,নিহতের মৃত্যুর বিষয়ে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই লাশ দাফন করতে পারবেন তার পরিবার।মৃত্যুকালে তিনি স্ত্রী,ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

