শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ নামের একটি ফ্লাইট থেকে মাসুদ রানা নামে এক যাত্রীর ব্যাগ হতে প্রায় ১৩০০ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করেছে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দার সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মাসুদ রানা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছালে শুল্ক গোয়েন্দাদের নিকট গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি চালালে উক্ত স্বর্ণ ও সিসা পাওয়া যায় বলে জানান শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন।
আটককৃত মাসুদ রানার বাড়ি জামালপুর জেলায় ও তার বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা ও জব্দকৃত স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার কথা জানান এই বিমানবন্দরের ব্যবস্থাপক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

