ময়মনসিংহের ফুলপুরে একই রাতে দুটি কাপড়ের দোকানসহ তিনটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।এতে দশ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বওলা বাজারে এ ঘটনা ঘটে।
বাজারের প্রধান সড়কে বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত তিনটি দোকানে একই রাতে এমন চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে।দোকানের বাইরে থেকে তালা বন্ধ থাকলেও অভিনব কৌশলে তালা ভেঙে সার্টার বাঁকা করে দোকানে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি কাজ সম্মন্ন করে।জনবহল বাজারটিতে পুলিশের টহল থাকা সত্যেও প্রায়ই এমন চুরির ঘটায় আতঙ্ক থাকছে ব্যবসায়ীরা।
চোর চক্রটি বওলা বাজারের রাজীব অটো এন্ড ব্যাটারি হাউজ,মাসুদ গার্মেন্টস এন্ড বস্ত্রালয় ও মুকিতের কাপড় দোকানসহ তিনটি দোকান থেকে প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে।
ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

