মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাথে মহানগর জোন গ শাখা কমিটি সমূহের সাংগঠনিক সংলাপ-২০২২ সম্পন্ন।
সোমবার (২৭ জুন) চট্টগ্রামের হামজারবাগস্থ মাদ্রাসা- ই শাহেনশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) মিলনায়তনে কেন্দ্রীয় পর্ষদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর জোন গ শাখা কমিটি সমূহের সাংগঠনিক সংলাপ-২০২২ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সমন্বয়ক ও শাখা কমিটি সমূহের সাথে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, মাকসুদুর রহমান হাসানু,নুরুল করিম নূরু, মোহাম্মদ আলী, নিজাম উদ্দিন, মনঞ্জুর আলম, শওকত হোসেন, দিদারুল আলম,এরা সবাই কেন্দ্রীয় পর্ষদের মেম্বার অফিস সহকারি মো. দৌলত, মহানগর জোন (গ) সমন্বয়কারী এস,এম শাহাবুদ্দীন,শামসুল ইসলাম, সরোয়ার জাহান প্রমূখ। আলোচনা সভায় সভাপতি মহোদয় সংগঠনের কার্যক্রমের খোঁজ খবর নেন, আগামীতে সামাজিক ও সেবা মূলক কাজ বৃদ্ধি করে আরো সুশৃংখল পরিবেশে সংগঠন কে এগিয়ে নিয়ে সবাইকে একসাথে কাজ করার নির্দেশ দেন। পরিশেষে সভাপতি সমন্বয়কারীদের কে ধন্যবাদ জানিয়ে সংলাপের সমাপ্তি যোষণা করেন।

