
জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে দাগনভূঁঞা থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ জাকির হোসেন (৩০) নামে এক ছিনতাইকারীকে নগদ ১৫ লক্ষ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে।
আটককৃত আসামি ফেনী উপজেলার দাগনভূঁঞা পৌরসভার ২নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর গ্রামের (আমির উদ্দিন সওদাগর বাড়ী) মৃত ছেরাজুল হক, মাতা-মোমেনা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৮ জুলাই) লক্ষীপুরের মহিষ ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন (৩৯) ও তার মহাজনের ছেলে তাইফুল ইসলাম পাটোয়ারীসহ মহিষ বিক্রয়ের নগদ ১৫ লাখ টাকা নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে নোয়াখালী চৌমুহনী যাওয়ার পথিমধ্যে সকাল সাড়ে ৯টার সময় দাগনভূঁঞা আলাইয়ারপুর সরকারী ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজ রোডের মাথায় পৌঁছলে ছিনতাইকারী গতিরোধ করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে দাগনভূঁঞায় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা মহিষ ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
দাগনভূঁঞা থানার ওসি মো. হাসান ইমাম ছিনতাইকারী গ্রেপ্তার ও ১৫ লাখ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।আসামীর বিরুদ্ধে দাগনভূঞা থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।