কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরশুরামের উদ্যোগে ও বৃহত্তম নোয়াখালি, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর, কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)এর আওতায় পরশুরামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০আগষ্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, সহকারী কমিশনার (ভুমি) নাসরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া বক্তব্য রাখেন।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমানে পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা দেব রঞ্জন বনিক, সামছুল হুদা, জাকেরা বেগম, পিন্টু কুমার দাস, নয়ন কুমার নাথ।
মেলায় স্থানীয় কৃষক আবদুল মান্নান বোরহানকে সেরা কৃষক হিসাবে পুরস্কৃত করা হয়েছে।তিন দিন ব্যাপী মেলায় ৬টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা সরবরাহ করা হয়েছে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
								                                                                                    
                                    