ফেনীর দাগনভূঞায় যুবদল নেতা দিল মোহাম্মদ কে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা।গত কাল সোমবার সন্ধায় দাগনভূঞা উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে নয়নপুর মৌলোভি বাজারে এক দল দুর্বৃত্তরা যুবদল নেতা দিল মোহাম্মদ দিলু উপরে হামলা করেছে।
উল্লেখ্য, দিল মোহাম্মদ সোমবার রাতে মৌ-লোভী বাজার থেকে বাড়ী ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি আর্তকিত হামলার শিকার হন। গুরুতর আহত দিল মোহাম্মদ কে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দিল মোহাম্মদ বড় ভাই, ফেনী জেলা যুবদলের সদস্য ফেয়ার আহমেদ আকাশ জানান দিলু বাজার থেকে বাড়ি ফিরার পথে একা পেয়ে আওয়ামী সন্ত্রাসীরা দিলুর উপর হামলা চালায় এবং তার সাথে থাকা মোবাইল, টাকা ও মানি ব্যাগ চিনিয়ে নিয়ে যায়। এই হামলার ঘটনায় আমার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

