ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে।
দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে কলা গাছ সহ বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক গাছ কর্তন করেছে প্রতিপক্ষরা।এতে কৃষকের দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে
জমির পাশে বসবাসকারী এনায়েত মেম্বার গংদের সাথে জমিজমা সংক্রান্ত তাদের পূর্ব শত্রুতা রয়েছে কৃষক আবুল কালামের।
ক্ষতিগ্রস্থ কৃষক আবুল কালাম জানান তার নিজের জমিতে আম,নারকেল,সুপারি,কলা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন।শত্রুতার জের ধরে নিজেদের জমিতে গাছ লাগিয়েছি দাবি করে বৃহস্পতিবার সকালে এসব গাছ কেটে ফেলে প্রতিপক্ষরা।এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক।
গাছ কাটার পাশাপাশি তাদের উপর প্রতিপক্ষের শত্রুতার প্রকাশ্য অবস্থান তাদেরকে হুমকীগ্রস্ত করে তুলেছে।প্রকাশ্য দিবালোকে নিজের জমিতে অবৈধ প্রবেশ করে গাছ কর্তনের মত জঘন্য ঘটনার প্রতিকার প্রার্থনা করেছেন অসহায় কৃষক আবুল কালাম এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

