ময়মনসিংহের ফুলপুরে বাড়ির বারান্দা থেকে তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার বওলা ইউনিয়নের মহদীপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ফুলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মোটরসাইকেলটির মালিক মোঃ মনিরুল আমিন নোমান।
চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলের মালিক এনজিও কর্মী নোমান জানান,সোমবার রাত এগারোটার দিকে মোটরসাইকেলটি বাড়ির বারান্দায় রেখে আমরা সবাই ঘুমিয়ে পড়ি।
রাত তিনটায় প্রকৃতির ডাকে বাইরে বের হলে দেখি মাত্র এক সপ্তাহ আগে আমার ক্রয়কৃত কালো রঙের হুন্ডা বেল্ট ১৬০ সিসি মোটরসাইকেলটি আর নেই চুরি করে হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানা এসআই সবুজ মিয়া জানান,মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

