ঢাকাSaturday , 19 November 2022
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে যত্রতত্র মেলে গ্যাসের সিলিন্ডার

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার।উপজেলার পৌর এলাকাসহ ১০ টি ইউনিয়নের চিত্র একই রকম।

ইলেকট্রনিকের দোকান,মুদি,মনোহরি ও পানের দোকান সহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার।রাস্তার পাশে টেবিলে কন্টেইনারে রেখে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল।

নিয়ম-নীতি উপেক্ষা করে অবাধে বিক্রি হচ্ছে এসব এলপি গ্যাস সিলিন্ডার ও পেট্রোল।অধিকাংশ বিক্রেতার নেই কোনো বিস্ফোরক লাইসেন্স।

উপজেলার ১০ ইউনিয়নের সব হাট-বাজারেই অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের এই রমরমা ব্যবসা চলছে।হাত বাড়ালেই যেকোনো সময় গ্যাস সিলিন্ডার পাওয়া যায় দোকান থেকে।বিক্রির কোনো নিয়ম-নীতি জানে না এসব গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা।বিক্রিতেও কোনো নিয়ম-নীতি মানছে না তারা।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো.আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন,উপজেলায় গ্যাস সিলিন্ডারের অবৈধভাবে ব্যবসা চলছে তা আমাদের জানা আছে।যদিও এটি সরকারি নিয়ম মেনে চলা উচিত।কিন্তু তা কেউই মানছে না,সাধারণের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও যত্রতত্র ভাবে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু ব্যবসায়ী।আমরা অবৈধ ব্যবসায়ীদের বার বার সতর্ক করে দিয়েছি।

এলাকার সচেতন মহল বলছেন,পৌর এলাকাসহ উপজেলার সর্বত্র ব্যঙের ছাতার মতো যত্রতত্র অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান হচ্ছে তাতে যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন,শিগগিরই মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ দোকানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!